BSNL Recharge Offer : সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার অপরিহার্য। করোনা মহামারীর পরবর্তী সময় থেকে বিশ্ব জুড়ে ইন্টারনেটের ব্যবহার কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে বর্তমানে একাধিক বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের মূল্য বৃদ্ধি করায় গ্রাহকেরা বেশ সমস্যার সম্মুখীন হয়েছে। যার ফলে সিমিত ইন্টারনেট সুবিধা উপভোগ করতে হচ্ছে। ভারতের একমাত্র সরকারি টেলিকম সংস্থা হল বিএসএনএল। বিএসএনএল নেটওয়ার্ক সমগ্র দেশ জুড়ে রয়েছে।
এই বিএসএনএল এবার Jio, Airtel ও Vi র মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছেন। কারণ BSNL তাদের গ্রাহকদের জন্য এক অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে। এই অফারটির মাধ্যমে দৈনিক এক টাকার বিনিময়ে ১ জিবি ডাটা ব্যবহার সুযোগ রয়েছে। নিম্নে বিএসএনএল এর বিশেষ অফার সংক্রান্তি যাবতীয় তথ্য আলোচনা করা হলো।BSNL Recharge Offer
BSNL আকর্ষণীয় অফার:
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) হল একটি ভারতীয় সরকারি টেলিকম সংস্থা, যা টেলিযোগাযোগ পরিষেবা সরবরাহ করে। এটি ভারতের অন্যতম পুরনো এবং বৃহত্তম টেলিকম অপারেটর গুলির মধ্যে একটি। BSNL সম্প্রতি ৪জি এবং ৫জি পরিষেবা চালু করার দিকেও মনোযোগ দিচ্ছে, যাতে আগামীতে মোবাইল নেটওয়ার্ক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারে।
এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বর্তমানে BSNL মাত্র এক টাকায় ১ জিবি ডাটার এক বিশেষ অফার প্রদান করেছে। এই অফার অনুযায়ী গ্রাহকেরা মাত্র 251 টাকার বিনিময়ে 251GB ডেটা উপভোগ করতে পারবে। ডাটা ব্যবহারের এই প্লান 160 দিনের বৈধতা যুক্ত। ডাটা ব্যবহারের পাশাপাশি BSNL এই অফারটিতে রয়েছে OTT স্ট্রিমিংয়ের সুবিধা এবং উচ্চগতির ইন্টারনেট।
রিচার্জ পদ্ধতি:
যে সমস্ত বিএসএনএল গ্রাহকেরা অফারটি উপভোগ করতে চান তারা দুটি পদ্ধতিতে রিচার্জ সম্পূর্ণ করতে পারবেন। প্রথমত BSNL Self-Care App ডাউনলোড করে অথবা BSNL এর ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারেন। তবে রিচার্জ করার জন্য গ্রাহকদের কাছে একটি বৈধ বিএসএনএল সিম কার্ড থাকতে হবে। যে সমস্ত গ্রাহকদের বিএসএনএল সিম কার্ড উপলব্ধ নেই তারা সর্বপ্রথম বিএসএনএল সিম কার্ড সংগ্রহ করুন। সিম কার্ড সংগ্রহের জন্য নিকটবর্তী বিএসএনএল রিটেলারের সঙ্গে যোগাযোগ করুন। এর জন্য আপনাদের একটি বৈধ ভারতীয় পরিচয় পত্র থাকতে হবে।
যে সমস্ত গ্রাহকেরা বিএসএনএল দৈনিক ১ টাকা ১ জিবি প্ল্যানটি গ্রহণ করতে চান তাদের সর্বপ্রথম প্ল্যান সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। তারপর ১৫১ টাকা রিচার্জ এর মাধ্যমে প্ল্যানটি উপভোগ করতে পারবেন। তবে বলাই বাহুল্য এই প্ল্যানটি শুধুমাত্র ডেটার জন্যই প্রযোজ্য রয়েছে। কোনরকম ফোন কল বা SMS এর সুবিধা এতে নেই। তাই কথা বলতে বা SMS পাঠাতে চাইলে গ্রাহকদের অন্য প্লান কিনতে হবে। তবে যারা WiFi বা অন্য কলিং অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য এই প্লান সেরা বিকল্প হতে পারে।
তাই যারা ইন্টারনেট ব্যবহার করতে ভালোবাসেন এবং OTT প্ল্যাটফর্মে খেলা, সিনেমা বা ওয়েবসিরিজ দেখতে চান, তাদের এই প্ল্যানটি মিস করা উচিত না। কারণ মাত্র 251 টাকায় 251GB ডেটা স্বপ্ন মনে হলেও বাস্তবে পরিণত করেছে BSNL। এই প্ল্যান সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নিকটবর্তী বিএসএনএল রিটেলারের সাথে যোগাযোগ করুন।
WB Govt Nabanna Scholarship! Get 10 thousands By Madhyamik Passed, Apply Now
আমরা প্রতিনিয়ত নতুন নতুন খবর নিয়ে আসি। আপনি যদি নানা ধরনের আপডেট পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অথবা ওয়েবসাইট ভিজিট রেগুলার ভিজিট করুন।