টোটো নিয়ে ফের নিয়ম জারি! না মানলে বিপদ – Rule For TOTO

Rule for TOTO: টোটো চালকদের জন্য পৌরসভার তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। এই নতুন নির্দেশ অনুযায়ী শহরের বুকে টোটো চালাতে হলে অবশ্যই মেনে চলতে হবে নতুন কিছু নিয়ম। এই নিয়মগুলি লংঘন কারীরা শহরের বুকে আর টোটো চালাতে পারবেন না। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে শহরের রাস্তায় টোটোর অনিয়ন্ত্রিত চলাচল দীর্ঘদিন ধরেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। তাই যানজট এবং সাধারণ মানুষের চলাচলের সমস্যা দূর করতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে পুরসভা।

প্রশাসনের করা নির্দেশ অনুযায়ী এই নিয়ম গুলো যারা মেনে চলবেন না তারা আর টোটো নিয়ে শহরের প্রবেশ করতে পারবেন না। তাই আপনি অথবা আপনার পরিবারে কেউ টোটো চালক থাকলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে টোটো চালকদের নিয়ে নয়া নির্দেশিকা সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

rule for toto

টোট চালকদের নতুন নিয়ম:

পরিবেশবান্ধব যানবাহন গুলি চলাচলের ক্ষেত্রে সরকার বিশেষভাবে উৎসাহ প্রদান করে থাকেন। এই পরিবেশ বান্ধব যানবাহনের মধ্যে অন্যতম হলো টোটো অর্থাৎ ই রিকশা। এটি বিদ্যুতিক ব্যাটারি চালিত হওয়ায় পরিবেশ বান্ধব এবং দূষণের পরিমাণ নেই বললেই চলে। তবে সময়ের সাথে সাথে যানবাহনের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এর ফলে রাস্তায় গলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজটের কারণে নিত্য যাত্রীদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই বর্তমানে সরকার টোটো চালকদের জন্য নতুন নিয়ম প্রনয়ণ করেছেন।

যানজটের এই সমস্যা ভারতের সমস্ত ছোট বড় শহরেই লক্ষ্য করা যায়। তবে একাধিক শহরে একাধিক নিয়ম কার্যকরী রয়েছে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা শহরের তরফে টোটো চালকদের জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট টিন নম্বরযুক্ত টোটোই শহরের রাস্তায় চলতে পারবে। যাদের এই টিন নম্বর নেই, তাদের শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

WB Govt Nabanna Scholarship! Get 10 thousands By Madhyamik Passed, Apply Now

জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন জানিয়েছেন, শহরের যানজট কমাতে এবং নিয়মিত টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়মের ফলে জলপাইগুড়ি শহরের টোটো চালকদের বিশেষভাবে সুবিধা হবে। কারণ জলপাইগুড়ি শহরে ক্রমাগত বাইরের জেলা ও গ্রামাঞ্চল থেকে আসা টোটোর সংখ্যা বেড়েই চলেছে। এর ফলে স্থানীয় টোটো চালকরা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী বাইরের জেলা অথবা গ্রাম অঞ্চলের টোটো চালকদের শহরে ঢুকতে না দেওয়া হলে স্থানীয় টোটো চালকরা উপকৃত হবেন।

জলপাইগুড়ি পুরসভা সূত্রের খবর, চলতি মাস থেকেই টোটো চালকদের জন্য নতুন এই নিয়ম কার্যকর করা হবে। ফলে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশা করা হচ্ছে। টোটো চালকদের নতুন এই নিয়মের সিদ্ধান্তকে শহরবাসীও প্রশাসন স্বাগত জানিয়েছেন। তবে যানজট সমস্যা কমাতে প্রশাসনের এই যুগান্তকারী সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে তা নতুন নিয়ম লাগু হওয়ার পর থেকেই বোঝা যাবে। এই সংক্রান্ত পরবর্তী আপডেট প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।

মাত্র 1 টাকায় 1 জিবি ইন্টারনেট ফ্রী! এই অফার অনেকে জানেন না, দেখুন বিস্তারিত – BSNL Recharge Offer

Leave a Comment